আইপিএল থেকে নাম প্রত্যাহার মিচেল স্টার্কের, দিল্লি তাকিয়ে মুস্তাফিজের দিকে

আইপিএল থেকে নাম প্রত্যাহার মিচেল স্টার্কের, দিল্লি তাকিয়ে মুস্তাফিজের দিকে
আইপিএল থেকে নাম প্রত্যাহার মিচেল স্টার্কের, দিল্লি তাকিয়ে মুস্তাফিজের দিকে
২০২৫ আইপিএলের বাকি অংশে আর খেলছেন না মিচেল স্টার্ক। দিল্লি ক্যাপিটালসকে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, চলতি মৌসুমের বাকি অংশে দলে ফিরছেন না তিনি। প্রায় তিনদিন ধরে সিদ্ধান্ত জানানো ছাড়াই দলকে অপেক্ষায় রাখার পর অবশেষে বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে সিদ্ধান্ত জানান এই অস্ট্রেলিয়ান পেসার।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১.৭৫ কোটি রুপিতে দলে ভেড়ানো স্টার্ক এ পর্যন্ত দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন, যেখানে নিয়েছেন ১৪টি উইকেট, গড় ২৬। তার পারফরম্যান্স দলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দল ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে এবং প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে।
৩৫ বছর বয়সী এই পেসার ছিলেন দিল্লির বড় ভরসার নাম। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা ও কার্যকারিতা ঘিরে পরিকল্পনা সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে পাকিস্তান সীমান্ত থেকে ড্রোন হামলার হুমকি—স্টার্ককে নিরাপত্তা নিয়ে চিন্তিত করে তোলে বলে জানা গেছে।
সূত্রের দাবি, স্টার্ক ও তার সতীর্থ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক দুজনেই সাম্প্রতিক নিরাপত্তা আতঙ্কে বেশ বিচলিত হয়ে পড়েছিলেন। গত সপ্তাহে ধর্মশালা থেকে দিল্লি পর্যন্ত দীর্ঘ ও উদ্বেগপূর্ণ বাস ও ট্রেন ভ্রমণ তাদের মানসিকভাবে প্রভাবিত করেছে এবং সেটাই স্টার্কের সিদ্ধান্তের পেছনে বড় কারণ।
স্টার্কের অনুপস্থিতিতে এখন দিল্লি ক্যাপিটালস তাকিয়ে আছে মুস্তাফিজুর রহমানের দিকে। আগেই ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় তাকে দলে নেয়া হয়েছিল। এবার স্টার্কের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা দেখছে দল। যদিও শুরুতে তার এনওসি পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল, সূত্র বলছে ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার খেলতে এখন আর কোনো বাধা নেই।
আইপিএলে মুস্তাফিজুর রহমান কোনো নতুন মুখ নন। ২০১৬ সালে অভিষেকের পর সাতটি মৌসুমে মোট ৫৪টি ম্যাচ খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি আশাবাদী, অন্য বিদেশি ক্রিকেটাররাও তাদের আইপিএল দায়িত্ব শেষ করতে শিগগিরই ভারতে ফিরবেন।