আজ রাতের মধ্যে দেশে ফিরবে বাংলাদেশ দল
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

আজ রাতের মধ্যে দেশে ফিরবে বাংলাদেশ দল
আজ রাতের মধ্যে দেশে ফিরবে বাংলাদেশ দল
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়শূন্য থাকলেও শূন্য হাতে ফিরতে হবে না বাংলাদেশকে। কোনো জয় না পাওয়া নাজমুল হোসেন শান্তর দল টুর্নামেন্ট শেষ করল ১ পয়েন্ট নিয়ে। ভীষণ হতাশার মিশন শেষে আজ রাতের মধ্যে দেশে ফিরে আসছে টাইগাররা।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ হয়েছে পণ্ড। একটানা বৃষ্টির কারণে টসই হতে পারেনি। দুই দল নিজেদের প্রথম দুটি করে ম্যাচ হেরে আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। ব্যর্থ মিশন শেষে আজই দেশে ফিরে আসছে বাংলাদেশের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথে চ্যাম্পিয়ন না হয়েই দেশে ফিরছে টাইগাররা।
বাংলাদেশ দল আজ সকাল ১০টায় (বাংলাদেশ সময়) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবে এবং রাতের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিন্স ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজমানি হিসেবে ২২ লাখ ৪০ হাজার ডলার পেত, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। তবে ভক্ত-সমর্থকদের হতাশ করেছে টাইগাররা, পায়নি একটি জয়ও।
চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। পারফর্ম্যান্সে নিজেদের সর্বস্ব ঢেলে দেওয়ার বদলে সবচেয়ে বাজে প্রদর্শনী মেলে ধরেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বলার মতো পারফর্ম করেনি দেশের কেউ। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয় ৫ উইকেটে।
ভারত ম্যাচে টাইগার ব্যাটারদের ডট বল ১৫৯টি, কিউইদের বিপক্ষে ম্যাচে ডট বলের সংখ্যা ছিল ১৮১টি। দুই ম্যাচেই স্ট্রাইক বদল করতে ভুগেছেন টাইগার ব্যাটাররা। ডট বলকে যেন দেয়ালের মতো স্তূপ করেছে, দুই ম্যাচ মিলিয়ে মোট ৫৬.৪ ওভার!