বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে: ক্যাপ্টেন সুমাইয়া
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে: ক্যাপ্টেন সুমাইয়া
বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে: ক্যাপ্টেন সুমাইয়া
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগের দিন মিরপুর হোম অব ক্রিকেটে ফটোসেশন শেষে গণমাধ্যমকে ভালো খেলার আশার বাণী শুনিয়ে গেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া পড়লেও পরোয়া করেনা বাঘিনীরা বরং সুমাইয়ার মতে অস্ট্রেলিয়াই ভয় পাবে বাংলাদেশকে।
কিছুদিন আগেই মালয়েশিয়াতে সফল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন কাটিয়ে এসেছে নারী ক্রিকেট দল। ফাইনাল খেলা বাংলাদেশ টুর্নামেন্টে হেরেছিল শুধু ভারতের কাছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপটাও অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। তাই টাইগ্রেসদের আত্মবিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে।
দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সুমাইয়া আক্তার বলেন, "আসলে আমাদের দল বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে (ভালো কিছুই হবে)... আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। আমরা যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে"
ঠিক আগের আসরেই অস্ট্রেলিয়াকে গ্রুপপর্বে হারিয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তাই ভয়টা বাংলাদেশ নয় বরং অস্ট্রেলিয়াই পাবে। এ ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক বলেন,
"আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে... ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।"
১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাঘিনীরা।