আজও সেঞ্চুরি পেলেন না জাওয়াদ আবরার, শেষ ৫ ম্যাচে তার চারটি ফিফটি

আজও সেঞ্চুরি পেলেন না জাওয়াদ আবরার, শেষ ৫ ম্যাচে তার চারটি ফিফটি
আজও সেঞ্চুরি পেলেন না জাওয়াদ আবরার, শেষ ৫ ম্যাচে তার চারটি ফিফটি
দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ জিম্বাবুয়ের হারারেতে টাইগার যুবাদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার জাওয়াদ আবরার শেষ ৫ ম্যাচে হাঁকালেন ৪টি ফিফটি, কোনভাবেই সেঞ্চুরিতে যেতে পারছেন না। আজ তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় ৬৩ বলে ৮২ রানের ইনিংস খেলে।
ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে জাওয়াদ আবরার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৩টি ফিফটি করে এবার ত্রিদেশীয় সিরিজেও পেলেন ফিফটির দেখা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বলে ২০ রান করা জাওয়াদ আবরার আজ জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুইয়ান বোলারদের পাত্তা না দিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকালেন। দারুণ সব স্ট্রোক্সে জাওয়াদ ছুটছিলেন শতকের পথেই। তবে ব্যক্তিগত ৮২ রানে জিম্বাবুয়ের স্পিনার ব্র্যান্ডন সেনজেরের লেগ বিফোরের আবেদনে আম্পায়ার কোনকিছু না ভেবেই আঙুল উঁচিয়ে আউট দিয়ে দেন।
ফলে আরও একবার সেঞ্চুরি বঞ্চিত হলেন টাইগার এই ওপেনার। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে টানা ৩ ফিফটির পর জিম্বাবুয়েতে এসেও ফিফটিতেই তাকে থামতে হয়। এবার অবশ্য সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যর্থ হন।
২৫ ওভার শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রান ২ উইকেট হারিয়ে ১৬৫। ৬৩ বল খেলে ১২ চার ও ১ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে জাওয়াদ আউট হওয়ার পর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে সঙ্গ দিচ্ছেন রিজান হোসেন।