Image

দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়াদের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৮.৪ ওভারেই পেরিয়ে যায় জুনিয়র টাইগাররা।

হারারেতে আগে ব্যাট করতে নেমে আল ফাহাদের বোলিং আক্রমণে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারায় তারা। 

মিডল অর্ডারে পল জেমসের ২৬, আরমান মালিকের ২৮ এবং ড্যানিয়েল বসম্যানের ২৪ রানে ১২৮ রানের লড়াকু পুঁজি গড়ে জুনিয়র প্রোটিয়ারা। তারা অলআউট হয় মাত্র ৩৪.৪ ওভারে।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ নেন ৪ টি উইকেট, সামিউন বাশির ও স্বাধীন ইসলাম নেন ২ টি করে উইকেট। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। জাওয়াদ আবরার আউট হন ২০ রানে। এরপর আজিজুল হাকিম তামিম, রিফাত বেগ ও রিজান হোসেন দ্রুত আউট হলে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। 

সামিউন বাশির এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ১০৯ রানে নবম উইকেটের পতন ঘটলে ম্যাচ জয় নিয়ে তীব্র শঙ্কা দেখা যায় টাইগারদের। 

শেষ উইকেটে ২০ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেন সামিউল বাশির এবং স্বাধীন ইসলাম। স্বাধীনকে অবশ্য কোনো বলের মুখোমুখি হতে হয়নি। ৭ চার ও ১ ছয়ে ৩৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন সামিউন। 

প্রোটিয়াদের হয়ে ৪ টি উইকেট শিকার করেন জেকব ব্যাসন এবং ৩ টি উইকেট নেন বুয়ান্ডা মাজোলা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three