ইংল্যান্ডের ফাস্ট-বোলিং কোচ হবেন টিম সাউদি
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

ইংল্যান্ডের ফাস্ট-বোলিং কোচ হবেন টিম সাউদি
ইংল্যান্ডের ফাস্ট-বোলিং কোচ হবেন টিম সাউদি
গেল ডিসেম্বরে ১৬ বছরের লম্বা ক্যারিয়ারকে বিদায় বলেন টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টই তাঁর শেষ ম্যাচ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আবার নতুন করে যুক্ত হচ্ছেন সাউদি। ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে জেমস অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হবেন।
২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। আবার এই একই প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলেছেন নিজের শেষ ম্যাচ। ক্যারিয়ারে শেষ টেস্ট খেলার পর নিউজিল্যান্ডের টিম সাউদি এবার ইংল্যান্ড দলের ফাস্ট-বোলিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
সাউদিকে কোচ হিসেবে আনতে ব্রেন্ডন ম্যাককুলামের পরামর্শই নিয়েছে ইসিবি। এই গ্রীষ্মে ইংল্যান্ড দলে যোগ দিতে পারেন। ইংল্যান্ডের ব্যাকরুম স্টাফে যোগ দিলে তিনি তাঁর প্রাক্তন অধিনায়ক এবং বন্ধু ব্রেন্ডন ম্যাককুলামের সাথে পুনরায় মিলিত হবেন। এই জুটি ১৭০ বার একসাথে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছে।
ম্যাককুলাম দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন, সাউদি একজন ভালো বোলিং কোচ হতে পারবেন। টেস্ট অধিনায়ক বেন স্টোকস সহ বর্তমান দলের অনেকের সাথেই সাউদির ভালো সম্পর্ক রয়েছে।
টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টিম সাউদির। ১০৭ টেস্টে নিয়েছেন ৩৯১ উইকেট, যা রিচার্ড হ্যাডলির (৪৩১) পর কিউই বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের মাধ্যমে ইংল্যান্ডের আন্তর্জাতিক মৌসুম শুরু হবে, এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। যার পরে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সফরও রয়েছে।