Image

খুব বেশি খুশি না অধিনায়ক শান্ত, ভুলতে পারছেন না প্রথম ম্যাচের হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খুব বেশি খুশি না অধিনায়ক শান্ত, ভুলতে পারছেন না প্রথম ম্যাচের হার

খুব বেশি খুশি না অধিনায়ক শান্ত, ভুলতে পারছেন না প্রথম ম্যাচের হার

খুব বেশি খুশি না অধিনায়ক শান্ত, ভুলতে পারছেন না প্রথম ম্যাচের হার

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে জয় লাভ করেছে বাংলাদেশ। সিরিজ শেষ হয়েছে ১-১ এ সমতা রেখে। কিন্তু এতে খুশি নন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টি ম্যাচ ই জেতা উচিৎ ছিলো বাংলাদেশের।

তাই সংবাদ সম্মেলনে আক্ষেপ দেখালেন প্রথম টেস্টে ভালো খেলতে না পারার জন্য, "না আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের কথা যদি বলেন। এর থেকে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি। দ্বিতীয় ম্যাচে আমরা কামব্যাক করেছি।"

খুশি না হলেও এই সিরিজে অনেক প্রাপ্তি দেখছেন শান্ত। তাইজুল ইসলামের কামব্যাক, সাদমান ইসলাম এনামুল হক বিজের ওপেনিং জুটি, তানজিম সাকিবের ব্যাটিং। জিম্বাবুয়ে সিরিজে শান্তর মতে এগুলোই বাংলাদেশের প্রাপ্তি। 

"আমার মনে হয় তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে কামব্যাক করেছেন। ওপেনিং জুটি সাদমানের ভালো ১০০, বিজয় এতদিন পর দলে আসার পর সুন্দর ব্যাটিং করেছে যদিও বড় রান হয়নি। ওপেনিংয়ে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এখানে ধারাবাহিক হতে হবে। খুব যে ভালো লেগেছে সাকিবের ব্যাটিংটা আজকে অনেক ভালো লেগেছে। টেইলে অতীতে দেখেছি তাইজুল ভাই অনেক বল ফেইস করেছে, আজকে সাকিবের ব্যাটিংটা প্রথম ম্যাচে দারুণ ছিল।"

জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে সব সময় ই বাংলাদেশের ভরসা হয়ে দাড়ান তিনি। তাকে ব্যাটিংয়ে ওপরের দিকে প্রমোশন দেয়া যায় কিনা এই প্রশ্ন বহু দিনের। আরো একবার শান্তকে এই প্রশ্নটাই করা হলো,

শান্তর জবাব, "আমাকে আগে বলবেন আরেকটু ওপরে বলতে কত ওপরে? (সেটা তো ওপরে) হয়ত ৪-৫ বুঝাচ্ছেন। ওর বোলিং খুব গুরুত্বপূর্ণ। সে এটা জানেও। এটা নিয়ে সে সবচেয়ে বেশি কাজও করে। এমন দায়িত্ব নিয়ে ৪-৫ এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং বিশেষ করে এই ফরম্যাটে। অনেক পরিশ্রম, চিন্তাভাবনা, নিজেকে সময় দেওয়ার ব্যাপার থাকে। সে ৬-৭ এ ব্যাট করছে, খুব ভালো জায়গায় ব্যাট করছে, যা দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। ৪-৫ এ জাকের, মুশফিক ভাই, লিটন খেললে উনারা খেলেন। যারা খেলেন তারাও তাদের দায়িত্ব পালন করছে। মিরাজের রোলে মিরাজ ভালো করছে। এমন করতে পারলে আমাদের দল আরও ভালো জায়গায় যাবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three