প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি
ক্রিকেট বিশ্বের চমক জাগানো খবর, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেছে ইউরোপের দলটি।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর কিছুটা শঙ্কা থাকলেও নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করে ইতালি।
এদিন অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডস সহজেই ১৩৫ রানের লক্ষ্যে পৌঁছে যায়, তাতেই বিশ্বকাপ নিশ্চিত করে তারা। অন্যদিকে দিনের আরেক নাটকীয় ম্যাচে স্কটল্যান্ডকে শেষ বলে হারিয়ে চমক দেখায় জার্সি। এক উইকেটে সেই জয়েও অবশ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি তারা।
শেষ পর্যন্ত পাঁচ পয়েন্ট নিয়ে ইতালি ও জার্সি সমানতালে থাকলেও, রান রেটে এগিয়ে থেকে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে জায়গা করে নেয় ইতালি।
যেখানে চারটি আসরের অভিজ্ঞ স্কটল্যান্ড বিদায় নেয় বাছাইপর্ব থেকেই। এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া ইউরোপের দল হলো নেদারল্যান্ডস এবং ইতালি।