ফিশারকে রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

ফিশারকে রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
ফিশারকে রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
কিউই টেস্ট দলে প্রথমবার জায়গা পেয়েছেন ম্যাট ফিশার। এই গতিময় পেসার ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াডে। ইংল্যান্ড সিরিজের পর স্কোয়াডে বড় পরিবর্তন নেই। উল্লেখযোগ্য সংযোজন আজাজ প্যাটেল এবং হেনরি নিকোলস।
২৪ বছর বয়সী ফিশারকে ইতোমধ্যেই ভাবা হচ্ছে দেশের অন্যতম দ্রুত গতির বোলার হিসেবে। মাত্র ১৪টি প্রথম শ্রেণির ম্যাচেই ৫১টি উইকেট নিয়েছেন ২৪.১১ গড় নিয়ে। চলতি মৌসুমে প্লাংকেট শিল্ডে দুর্দান্ত শুরু করেছিলেন তিনি। মাত্র ৩ ম্যাচেই ১৭.৭১ গড়ে শিকার করেন ১৪ উইকেট। তবে এরপরই ইনজুরিতে ছিটকে পড়েন।
নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার ফিশারকে নিয়ে দারুণ আশাবাদী, "ম্যাটকে নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। ওর গতি, ওর এক্স-ফ্যাক্টর সব কিছুই দলকে নতুন মাত্রা দেবে। আমাদের দেশে অনেক ভালো ফাস্ট বোলার আছে, ম্যাটকে সেই প্রতিযোগিতার মধ্যে দেখার অপেক্ষায় আছি।"
টিম সাউদির বিদায়ের পর নিউজিল্যান্ডের টেস্ট পেস আক্রমণ এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গায় ফিশারের সঙ্গে স্কোয়াডে আছেন দুই টেস্ট খেলা নাথান স্মিথ, এক টেস্ট খেলা বেন সিয়ার্স এবং নতুন মুখ জ্যাকব ডাফি। ইনজুরির কারণে এই সফর থেকে ছিটকে গেছেন সিয়ার্স, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অনুপস্থিত কাইল জেমিসন।
কেইন উইলিয়ামসন ও মাইকেল ব্রেসওয়েল থাকছেন না এই সিরিজে। উইলিয়ামসন নিজের খেলার সূচি সামাল দিতে বিশ্রামে, আর ব্রেসওয়েল ব্যস্ত থাকবেন ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে।
তবে ফিরেছেন স্পিনার আজাজ প্যাটেল ও অভিজ্ঞ ব্যাটার হেনরি নিকলাস। গত নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে অসাধারণ পারফরম্যান্সই ছিল আজাজের শেষ টেস্ট তখনই নিয়েছিলেন ১১ উইকেট। আর নিকলাস ফিরেছেন প্রায় সাত মাস পর, যার আছে ৫৬ টেস্ট উইকেট ও ৯টি সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড-
টম লাথাম, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়ং।