Image

রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ম্যাচ ১৬ জুলাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ম্যাচ ১৬ জুলাই

রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ম্যাচ ১৬ জুলাই

রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ম্যাচ ১৬ জুলাই

রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত নতুন এক ঠিকানায় পা রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। তারা জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে থাকা সাকিব এবার ফিরছেন গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক নতুন টুর্নামেন্টে। ২০২৩ সালে আইএলটি-টোয়েন্টিতে শিরোপা জিতে আলোচনায় আসে দুবাই ক্যাপিটালস। এবার জিএসএলের আসরে অংশ নিচ্ছে তারা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল, রংপুর রাইডার্স (বাংলাদেশ), সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়া), দুবাই ক্যাপিটালস (সংযুক্ত আরব আমিরাত)

জিএসএলের প্রথম আসর শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

সাকিবের দল দুবাই ক্যাপিটালস মাঠে নামবে:

১০ জুলাই – সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে
১১ জুলাই – হোবার্ট হারিকেনসের বিপক্ষে
১৩ জুলাই – গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে
১৬ জুলাই – রংপুর রাইডার্সের বিপক্ষে

শেষ ম্যাচেই মুখোমুখি হবে সাকিব ও তার প্রাথমিকভাবে নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এই ম্যাচ ঘিরেই বাংলাদেশি দর্শকদের আগ্রহ তুঙ্গে।

অনেকদিন পর বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরছেন সাকিব। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে, পাশাপাশি তরুণদের জন্য হতে পারে দারুণ এক অনুপ্রেরণা। অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক মানের পারফরম্যান্স সব মিলিয়ে সাকিবের উপস্থিতি দলটির বড় শক্তি হয়ে উঠতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three