Image

করাচি কিংসে লিটন'দের সহ-অধিনায়ক হাসান আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
করাচি কিংসে লিটন'দের সহ-অধিনায়ক হাসান আলি

করাচি কিংসে লিটন'দের সহ-অধিনায়ক হাসান আলি

করাচি কিংসে লিটন'দের সহ-অধিনায়ক হাসান আলি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের জন্য করাচি কিংস তাদের দলের ভাইস-ক্যাপ্টেন হিসেবে তারকা পেসার হাসান আলির নাম ঘোষণা করেছে।

গত মৌসুমে করাচি কিংসে যোগ দেওয়ার পর থেকেই হাসান আলি দলটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। তিনি ১৪ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি হন। মাঠে তার আগ্রাসী বোলিং, উদ্দীপনাময় উদযাপন এবং ম্যাচ জেতানোর দক্ষতা তাকে মাঠের ভেতরে ও বাইরে দলের অনুপ্রেরণাদায়ী চরিত্রে পরিণত করেছে।

পিএসএলে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন হাসান। চাপের মুখে তার কার্যকর ভূমিকা এবং নেতৃত্বগুণের জন্যই তাকে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সহকারী হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

করাচি কিংসের মালিক সালমান ইকবাল বলেন, “হাসান আলি করাচি কিংসের লড়াকু চেতনার প্রতিচ্ছবি। তার প্যাশন, স্কিল ও প্রতিশ্রুতি তাকে স্বাভাবিকভাবেই নেতৃত্বে এগিয়ে রেখেছে। আমরা বিশ্বাস করি ভাইস-ক্যাপ্টেন হিসেবে সে দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে। গত মৌসুমে সে আমাদের সবচেয়ে প্রভাবশালী বোলার ছিল, এবার সে আরও বড় দায়িত্ব নিয়ে মাঠে নামবে।”

পিএসএলের ১০ম আসর শুরু হবে শুক্রবার, ১১ এপ্রিল। করাচি কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল, শনিবার, নিজ মাঠ ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three