Image

নাহিদ–রিশাদদের পিএসএল খেলা উচিত, বললেন নাজমুল শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদ–রিশাদদের পিএসএল খেলা উচিত, বললেন নাজমুল শান্ত

নাহিদ–রিশাদদের পিএসএল খেলা উচিত, বললেন নাজমুল শান্ত

নাহিদ–রিশাদদের পিএসএল খেলা উচিত, বললেন নাজমুল শান্ত

২০২৫ পিএসএলের ড্রাফটে বাংলাদেশ থেকে দল পান তিন ক্রিকেটার—নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। জাতীয় দলের ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে বিসিবি যদি এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র না দেয় তাহলে বড় সুযোগ মিস করবেন তারা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চান নাহিদ–রিশাদরা পিএসএল খেলতে যাক।

টাইগার পেসার নাহিদ রানা প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। তবে বাবর আজমদের পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে শঙ্কা। একই সময়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। নাহিদ রান পিএসএল খেলার প্রসঙ্গে আশার কথা শোনালেন নাজমুল শান্ত, 

‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্‌র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’

বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মিরপুরে ডিপিএলের অনুশীলনের মাঝে গণমাধ্যমের সামনে শান্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার গুরুত্ব বোঝাতে বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’

শান্ত মনে করেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে এবং তা তাদের ক্রিকেটে আরও উন্নতি করতে সহায়ক হবে, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three