এশিয়া কাপের পরপরই বাংলাদেশের আফগানিস্তান সিরিজ
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
এশিয়া কাপের পরপরই বাংলাদেশের আফগানিস্তান সিরিজ
এশিয়া কাপের পরপরই বাংলাদেশের আফগানিস্তান সিরিজ
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে একটি সাদা বলের সিরিজ আয়োজন করবে তারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে। এই সিরিজের আগে অবশ্য আরব আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।
আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৪ এবং ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর থেকে। বাকি দুই ওয়ানডে ১১ এবং ১৪ অক্টোবর।
বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনের প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, 'বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথেয়তা দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতিকে জোরালো করবে। সমর্থকরা পাবে রোমাঞ্চকর ম্যাচ ও উচ্চমানের প্রতিযোগিতা।'
এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ শেষ হওয়ার পরই শুরু হবে এই সিরিজ, যেখানে আফগানিস্তান ও বাংলাদেশ—দুই দলই ‘বি’ গ্রুপে। আগামী, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সূচি-
২ অক্টোবর – ১ম টি-টোয়েন্টি, ইউএই
৪ অক্টোবর – ২য় টি-টোয়েন্টি
৬ অক্টোবর – ৩য় টি-টোয়েন্টি
৯ অক্টোবর – ১ম ওয়ানডে
১১ অক্টোবর – ২য় ওয়ানডে
১৪ অক্টোবর – ৩য় ও শেষ ওয়ানডে।