বিসিসিআইয়ের রাজনীতির শিকার কোহলি-রোহিত!
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 42 সেকেন্ড আগে
বিসিসিআইয়ের রাজনীতির শিকার কোহলি-রোহিত!
বিসিসিআইয়ের রাজনীতির শিকার কোহলি-রোহিত!
ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে হঠাৎ বিদায় শুধু ভক্তদের নয়, ক্রিকেট বিশ্বকেও হতবাক করেছিল। চলতি বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির আগে তারা অবসরের ঘোষণা দেন। শুরুতে অনেকে ভেবেছিলেন, সাম্প্রতিক ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত। তবে দেশটির সাবেক ক্রিকেটার কারসন ঘাবরি বিষয়টিকে খোলাসা করেছেন।
ঘাবরির দাবি, কোহলি ও রোহিত আসলে খেলতে চেয়েছিলেন, কিন্তু বোর্ডের ভেতরের রাজনীতির কারণে তাদের বিদায় নিতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, “কোহলি আরও কয়েক বছর অনায়াসে খেলতে পারতেন। কিন্তু বোর্ড ও নির্বাচকরা ভিন্ন পরিকল্পনা নিয়ে চলছিলেন। তাই দুজনকেই সরে দাঁড়াতে বলা হয়।”
আরও যোগ করেন, “যারা দেশের হয়ে অসাধারণ অবদান রেখেছেন, তাদের সম্মানজনক বিদায় দেওয়ার কথা ছিল। কিন্তু এখানে উল্টো তাদের চাপের মুখে বিদায় নিতে হয়েছে। পুরো ব্যাপারটাই তুচ্ছ রাজনীতির ফল।”
ঘাবরি বোর্ডার-গাভাস্কার ট্রফির ঘটনাপ্রবাহ এবং নির্বাচক কমিটির ভূমিকার দিকেও আঙুল তুলেছেন। তার মতে, বিসিসিআইয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বই এ সিদ্ধান্তের মূল কারণ।
এদিকে গুঞ্জন উঠেছে, কোহলি ও রোহিত শীঘ্রই ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন। যদি তা-ই হয়, তবে ভেঙে যাবে তাদের ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্নও। ভারতীয় ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে সফলদের তালিকায় কোহলি-রোহিত দুজনের নামই সবার ওপরে। তাই তাদের বিদায় ভারতীয় ক্রিকেটের জন্য বিশাল এক ধাক্কা হয়ে আসতে পারে।