Image

নেপালকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ এ

৯৭ প্রতিবেদক: রাকিব হাসান

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 3 মিনিট আগে
নেপালকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ এ

নেপালকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ এ

নেপালকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ এ

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন 'এ' দল অবশেষে দেখল জয়ের মুখ। নেপালকে ১৮৫ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতল ৩০ রানে। 

বাংলাদেশের ৬ উইকেটে ১৮৪ রানের জবাবে নেপালের ইনিংস থামে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও চরম হতাশ করে তারা পরাস্ত হয়েছে ৩০ রানে। রাকিবুল ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় দখলে নেন নেপালের গুরুত্বপূর্ণ ৩ উইকেট।  

লক্ষ্য তাড়ায় নেমে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণি আর হাসান মাহমুদের পেস তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসে নেপালের ব্যাটিং অর্ডার। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান করা নেপালকে ম্যাচ জয়ের জন্য বাকি ১০ ওভারে করতে হতো ১১০ রান। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ শিকার করেন নেপালের ওপেনার কুশল বুর্টেলকে। আরেক ওপেনার আরিফ শেখের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান। তিনে নামা লোকেশ বাম রাকিবুলের শিকার হওয়ার আগে ১৫ রানের বেশি করতে পারেননি। 

তবে কুশল মাল্লা ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শেষ অবদি অপরাজিত থাকেন ৫৯ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three