Image

পিএসএলে লিটন দাসদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে লিটন দাসদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

পিএসএলে লিটন দাসদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

পিএসএলে লিটন দাসদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার পাকিস্তান সুপার লিগের দশম আসরে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জানুয়ারিতে ড্রাফট থেকে নেয়া কিংসের প্রথম খেলোয়াড় ছিলেন ওয়ার্নার। শান মাসুদের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওয়ার্নার।

এই সম্পর্কে ওয়ার্নার বলেন, "আমাদের দলে দারুণ খেলোয়াড় রয়েছে এবং আমি অধিনায়ক হিসেবে এই দায়িত্ব নেওয়ার জন্য অত্যন্ত উত্তেজিত।"

করাচি কিংসের মালিক সালমান ইকবাল জানিয়েছেন, "ওয়ার্নারের অধিনায়কত্ব এবং ম্যাচ জেতার দক্ষতা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে যায়," এবং তিনি শান মাসুদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তাকে তিনি "দলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়" হিসেবে দেখতে চান।

করাচি কিংস গত তিন আসরে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।  ২০২০ সালে তাদের একমাত্র শিরোপা জয়ের পর থেকে ব্যর্থতায় ঘিরে ধরেছে দলটাকে।

ওয়ার্নার সম্প্রতি ২০২৪-২৫ বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারকে ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। যা ২০১৮ সালে তার উপর আরোপিত আজীবন নেতৃত্ব নিষেধাজ্ঞার সাত বছর পর। গত বছর তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

পিএসএল ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ১৮ মে লাহোরে অনুষ্ঠিত হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three