Image

বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ

বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ

বাংলাদেশের স্টেডিয়ামে অনার্স বোর্ড চান মিরাজ

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফাইফার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫২ রান খরচা করে তিনি নিয়েছেন ৫ উইকেট। ৫ উইকেট পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,

"অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা অত বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।"

অনার্স বোর্ডে নিজের নাম দেখতে ভালো লাগে মিরাজের, তিনি চান বাংলাদেশেও অনার্স বোর্ড হোক, "একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন। "

এখনো ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আছে জানিয়ে মিরাজ বলেন, "এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি মনে করি। কারণ ওরা হয়ত ৮২ লিড পেয়েছে। আমরা ২৫ রান পিছনে আছি। ১ উইকেট গিয়েছে ব্যাটার আছে আমাদের। যদি আমরা ভালো টোটাল দিতে পারি ওদের জন্য চার নাম্বার দিন অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।"

দ্বিতীয় দিন শেষে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কত রান করলে ম্যাচ জেতা যাবে এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, "প্রথমে আমাদের লিডটা ক্রস করতে হবে। ব্যাটাররা সবাই যেন দায়িত্ব নিতে পারি। যদি প্রপার ব্যাটিং করতে পারি, ৩৫০-৪০০ রান করতে পারি আমাদের দলের জন্য ভালো হবে। টেস্টে ৩০০ রান লক্ষ্য দিলে এটা টাফ। আমাদের সেই দায়িত্বটা নিয়ে ব্যাটারদের ব্যাটিং করতে হবে।"

ব্যাটিং, বোলিং দুই জায়গাতেই উন্নতির জন্য কাজ করছেন মিরাজ, "যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে, দুই জায়গাতেই কাজ করা জরুরি। ২-৩ বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি। কিছু জায়গায় উন্নতি করেছি, কিছু জায়গায় লাগবে। হয়ত ১০০% হবে না, তবে এভাবে আগাতে পারলে দলের জন্য ভালো হবে, আমার জন্যও ভালো হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three