Image

পিএসএলে প্রথমবারের মতো 'ম্যাচ অফিশিয়ালস প্রযুক্তি'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে প্রথমবারের মতো 'ম্যাচ অফিশিয়ালস প্রযুক্তি'

পিএসএলে প্রথমবারের মতো 'ম্যাচ অফিশিয়ালস প্রযুক্তি'

পিএসএলে প্রথমবারের মতো 'ম্যাচ অফিশিয়ালস প্রযুক্তি'

পাকিস্তান সুপার লিগ, পিএসএলের দশম আসরে প্রথমবারের মতো পূর্ণমাত্রায় চালু হচ্ছে ‘ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি’ (এমওটি)। হক-আই ইনোভেশনস দ্বারা পরিচালিত এই প্রযুক্তি এবার টুর্নামেন্টজুড়ে কার্যকর থাকবে, যা পিএসএলকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে।

১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হতে যাওয়া পিএসএলের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে।

এমওটি বা MOT-এর আওতায় যা যা থাকছে-

১। অটো নো-বল ডিটেকশন (আলট্রা মোশন ক্যামেরার সাহায্যে)
২। লাইভ ওভার রেট ক্যালকুলেশন, যা এবার বল-বাই-বল হিসাব করেই দেখা যাবে
৩। ডিআরএস ও ইনিংস টাইমার সরাসরি বড় পর্দা ও সম্প্রচারে অ্যাম্পায়ারদের জন্য হ্যান্ডহেল্ড ট্যাবলেট – ওভার রেট, ডিআরএস লগিংয়ের জন্য মাল্টি-অ্যাঙ্গেল রিপ্লে, রিয়েল-টাইম ক্লিপ অ্যাক্সেস, ও মাঠের ও বাইরের অ্যাম্পায়ারদের জন্য যোগাযোগ ব্যবস্থা।

এছাড়া প্রতিটি ম্যাচে একজন হক-আই টেকনিশিয়ান থাকবেন যিনি প্রযুক্তিগত সহায়তা দেবেন। সম্প্রচারকারীরা এবার আরও উন্নত ও প্রযুক্তিভিত্তিক তথ্য উপস্থাপন করতে পারবে ম্যাচ চলাকালীন।

পিএসএলের সিইও সালমান নাসের বলেন, 'পিএসএল সবসময়ই নতুনত্ব আনতে চায়। দীর্ঘ আলোচনার পর আমরা এই মৌসুমে সম্পূর্ণ 'এমওটি' প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে সিদ্ধান্তের স্বচ্ছতা নিশ্চিত হবে, যা খেলোয়াড়, আম্পায়ার ও দর্শক সব পক্ষের জন্য ইতিবাচক।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three