টি-টোয়েন্টি সিরিজ ১-৪’এ হেরে হারিস রউফকে দলে নিল পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজ ১-৪’এ হেরে হারিস রউফকে দলে নিল পাকিস্তান
টি-টোয়েন্টি সিরিজ ১-৪’এ হেরে হারিস রউফকে দলে নিল পাকিস্তান
টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে নেয়া হয়েছে। সিরিজটি শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
সুত্র মতে, দলের ব্যবস্থাপনা থেকে অনুরোধ করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হারিস রউফের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকার অনুমতি দিয়েছেন।
প্রথমে ঘোষিত ওয়ানডে দলে হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি অন্তর্ভুক্ত ছিলেন না। তবে টি-টোয়েন্টি সিরিজে রউফের দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রমান করে তিনি বর্তমানে পাকিস্তানের একমাত্র ফর্মে থাকা বোলার। যার কারণে পাকিস্তান দলের প্রধান কোচ আাকিব জাভেদ তাকে একদিনের সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।
এছাড়া, পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ডে একজন উইকেটকিপার ব্যাটার ও থাকবেন। সেই ব্যাটার হতে পারেন মোহাম্মদ হারিস অথবা উসমান খান। তবে এদের মধ্যে কাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
পাকিস্তান এবং নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি ২৯ মার্চ, দ্বিতীয় ম্যাচ ২ এপ্রিল এবং তৃতীয় ম্যাচ ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।