২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু চূড়ান্ত
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 20 ঘন্টা আগেআপডেট: 27 মিনিট আগে
২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু চূড়ান্ত
২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ মানেই ক্রিকেট ভক্তদের কাছে বাড়তি উত্তেজনা। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ, আইসিসির যেকোনো আসরেই আগ্রহ থাকে তুঙ্গে। এবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, যেটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা তাদের ৮ ভেন্যুর নাম প্রকাশ করেছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মোট ৫৪ ম্যাচের মধ্যে ৪৪টি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা বেছে নিয়েছে আটটি ভেন্যু—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন এবং পার্ল।
তবে কোন ভেন্যুতে কয়টি ম্যাচ হবে, সে তথ্য এখনো প্রকাশ করেনি সিএসএ। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হলে বিস্তারিত জানা যাবে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে নামিবিয়া ও জিম্বাবুয়ে, যদিও এই দুই দেশের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
আয়োজন সফলভাবে সম্পন্ন করতে দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় সংগঠনকে দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েলকে আয়োজক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিএসএ প্রেসিডেন্ট রিহান রিচার্ডস বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজন করা। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ২০০৩ সালে। এরপর ২০০৭ সালে তারা আয়োজন করেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ ২৪ বছর পর আবারো ওয়ানডে বিশ্বকাপ ফিরছে প্রোটিয়াদের মাটিতে।