Image

বাংলাদেশ, পাকিস্তান দ্রুতই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে: মহসিন শেখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ, পাকিস্তান দ্রুতই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে: মহসিন শেখ

বাংলাদেশ, পাকিস্তান দ্রুতই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে: মহসিন শেখ

বাংলাদেশ, পাকিস্তান দ্রুতই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে: মহসিন শেখ

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ গ্রুপ 'এ' থেকে নিশ্চিত হয়ে গেছে দুই সেমিফাইনালিস্ট। ভারত ও নিউজিল্যান্ড থাকছে। প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের। এরপর থেকেই উঠছে সমালোচনার ঝড়। তাতে যুক্ত হয়েছে বাংলাদেশের সাবেক এনালিস্ট মহসিন শেখ। তার মতে, দ্রুতই জিম্বাবুয়ে হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

বিশ্ব মঞ্চে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি দল গুলি। ব্যর্থতার দিক দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রয়েছে মিল। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো পাকিস্তান অন্যদিকে একই বছরে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। কিন্তু বিগত বছর গুলোতে আর কোনো সাফল্য নেই এই দুই দলের। 

বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়ার পর ফেইসবুকে এই পোস্ট দিয়ে মহসিন শেখ বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের মধ্য মিল গুলো হলো, দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধা শূন্য, জবাবদিহিতা নেই, পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে এবং তা ঠিক করা হচ্ছে ন। অগ্রাধিকার তালিকা ভুল। তারপর মহসিন শেখ লিখেছেন এসব কারণে  এই দুই দলই দ্রুতই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে।'

উল্লেখ্য, মহসিন শেখ বাংলাদেশের এনালিস্ট হিসাবে কাজ করেছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। পরবর্তীতে তার চুক্তি নবায়ন করা হয়নি। বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলেও কাজ করেছেন খুলনা টাইগার্সের হয়ে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three