Image

যেকারণে কলম্বো ছেড়ে লন্ডনে গেলেন সিমন্স, ফিরবেন কবে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
যেকারণে কলম্বো ছেড়ে লন্ডনে গেলেন সিমন্স, ফিরবেন কবে

যেকারণে কলম্বো ছেড়ে লন্ডনে গেলেন সিমন্স, ফিরবেন কবে

যেকারণে কলম্বো ছেড়ে লন্ডনে গেলেন সিমন্স, ফিরবেন কবে

প্রথম ওয়ানডেতে লড়াই করেও জয়ের দেখা মেলেনি, বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ দলের সামনে এখন বাঁচা-মরার লড়াই। ঠিক এমন সময়েই এলো এক অপ্রত্যাশিত সংবাদ, দলের প্রধান কোচ ফিল সিমন্স যাচ্ছেন লন্ডনে, মাঝপথেই শ্রীলঙ্কা সফর ছেড়ে।

দলের ম্যানেজার নাফিস ইকবাল কলম্বো থেকে সাংবাদিকদের শুক্রবার নিশ্চিত করেছেন, পূর্বনির্ধারিত মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টের কারণে সিমন্সকে সিরিজের মাঝপথে লন্ডন যেতে হচ্ছে। আজ রাতেই তিনি কলম্বো ছাড়বেন। দুই দিন পর ৭ জুলাই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

ফলে শনিবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে ডাগআউটে দেখা যাবে না অভিজ্ঞ এই ক্যারিবীয় কোচকে। এমনিতেই সিরিজে পিছিয়ে থাকা দলকে জয়ের পথে ফেরাতে মরিয়া চেষ্টা চালাতে হচ্ছে। তার উপর কোচের অনুপস্থিতি যেন বাড়তি চাপে ফেলতে পারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে।

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর সিমন্সের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয় এসেছে মাত্র ৭টিতে। যার মধ্যে ওয়ানডেতে সাফল্য বলতে কেবল একটি জয় গত বছর আফগানিস্তানের বিপক্ষে। বাকি ৬টি জয় এসেছে ২টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচে।

অথচ কলম্বোর প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে ফিরতে হলে বাকি দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। তারই মাঝে কোচের অনুপস্থিতি দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই।

এখন দেখার বিষয়, চাপের মধ্যে নিজেদের সেরাটা দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে পারে কি না বাংলাদেশ। আর মাঠের বাইরের এই চ্যালেঞ্জ কতটা ছাপ ফেলে সেটাও উঠে আসবে শনিবারের ম্যাচেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three