Image

বুমরাহকে না খেলানো মানে ‘রোনালদোকে পতুর্গালের না খেলানো’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বুমরাহকে না খেলানো মানে ‘রোনালদোকে পতুর্গালের না খেলানো’

বুমরাহকে না খেলানো মানে ‘রোনালদোকে পতুর্গালের না খেলানো’

বুমরাহকে না খেলানো মানে ‘রোনালদোকে পতুর্গালের না খেলানো’

ভারতীয় ক্রিকেটে এজবাস্টন টেস্টের আগের আলোচনার কেন্দ্রে একটাই নাম জাসপ্রীত বুমরাহ। অথচ টসের সময় নামটা শুনতেই পেল না কেউ। ভারতের সেরা পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে শুধু সমর্থক নয়, হতবাক হয়ে গেছেন সাবেক ক্রিকেটাররাও। 

বিশেষ করে ডেল স্টেইনের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। তার চোখে, জাসপ্রীত বুমরাহকে বাইরে রাখা একপ্রকার অযৌক্তিক। তিনি বিষয়টি তুলনা করেছেন ফুটবল বিশ্বে এক অবিশ্বাস্য কল্পনার সঙ্গে

"পর্তুগালের আছে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো, কিন্তু তারা সিদ্ধান্ত নিল তাকে না খেলানোর। এটা তো স্রেফ পাগলামো! ভারতীয় দলে বুমরাহকে না খেলানোর ব্যাপারটিও এমন কিছুই… উম, তাকে… ওয়েট, ওহ নো, কী যে হচ্ছে! ধ্যাৎ, ধন্দে পড়ে গেলাম!"

সিরিজ শুরুর আগে থেকেই জানা যাচ্ছিল, পুরো পাঁচটি টেস্টে নয়, সীমিত সংখ্যক ম্যাচেই দেখা যাবে জাসপ্রীত বুমরাহকে। তবে হেডিংলি টেস্টের পর এক সপ্তাহের বিরতি থাকায় অনেকের ধারণা ছিল এজবাস্টনেই ফিরবেন তিনি।

কিন্তু বাস্তবে ভারতের টিম ম্যানেজমেন্ট ঠিক উল্টো সিদ্ধান্ত নেয়। অধিনায়ক শুবমান গিল জানান, "তার ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই (বিশ্রামের সিদ্ধান্ত)। আমরা যদিও বেশ ভালো বিরতি পেয়েছি এবং এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে পরের টেস্ট ম্যাচটি লর্ডসে। আমাদের মনে হয়েছে, সেখানে উইকেটে আরও বেশি কিছু থাকবে (পেসারদের জন্য), কাজেই তাকে সেখানে ব্যবহার করা ভালো হবে।"

এই যুক্তি অনেককেই সন্তুষ্ট করতে পারেনি। স্কাই স্পোর্টসের আলোচনায় সাবেক ভারত কোচ রবি শাস্ত্রি বুমরাহকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘চমকে দেওয়া ভুল’ বলে মন্তব্য করেছেন। স্টুয়ার্ট ব্রডের চোখেও এই সিদ্ধান্ত ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যার অতীত।

এদিকে জাসপ্রীত বুমরাহের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি সুইং বোলার আকাশ দিপ। যদিও প্রথম দিন বল হাতে তার পরীক্ষা শুরুই হয়নি, কারণ ভারত ব্যাটিংয়ে নামে আগে।

দিন শেষে আলোচনার কেন্দ্রে ব্যাটার শুবমান গিলের দুর্দান্ত সেঞ্চুরি টানা দ্বিতীয় ম্যাচে শতক করে দলকে ৫ উইকেটে ৩১০ রানে পৌঁছে দিয়েছেন তিনি।

তবু গোটা দিনজুড়ে ক্রিকেটবিশ্বে ঘুরে ফিরে একটাই প্রশ্ন এই ম্যাচে বুমরাহ কোথায়?

Details Bottom
Details ad One
Details Two
Details Three