Image

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ

৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজে দীর্ঘ আট বছরের জয়খরা কাটানোর পর এবার ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে হাসলো ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল রাতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জয় পায় শাই হোপের দল। বাবর-রিজওয়ানদের বিপক্ষে ২০১৯ সালের পর এটি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে জয়। আর তাতে সিরিজ ফিরল ১-১ সমতায়। 

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত এ ম্যাচে আগে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। বৃষ্টির সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় সমান ওভারে ১৮১। রান তাড়ায় শেষদিকে রোস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন হাসান নওয়াজ। হুসাইন তালাত যোগ করেন ৩১ রান, ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব করেন যথাক্রমে ২৬ ও ২৩ রান। বাকিদের কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভাল হয়নি। মাত্র ১২ রানেই দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসকে ফেরালেন হাসান আলি। এরপর কিসি কার্টিও দলীয় ৪৮ রানে আউট হলে চাপ বেড়ে যায় ক্যারিবিয়ান দলে। তবে অধিনায়ক শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। হোপ ৩৫ বলে ৩২ এবং রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রান করেন। ম্যাচের শেষ দিকে রোস্টন চেজ ৪৭ বলে অপরাজিত ৪৯ ও গ্রিভস ৩১ বলে অপরাজিত ২৬ রান যোগ করে দলের জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচসেরা নির্বাচিত হন রোস্টন চেজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই দল এখন ১-১ সমতায়। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের অঘোষিত ফাইনাল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three