Image

গ্যালারি বদলেছে, সাকিবপ্রেম বদলায়নি

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
গ্যালারি বদলেছে, সাকিবপ্রেম বদলায়নি

গ্যালারি বদলেছে, সাকিবপ্রেম বদলায়নি

গ্যালারি বদলেছে, সাকিবপ্রেম বদলায়নি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিছু নাম আছে, যাদের বীরত্ব সময়ের সীমানা পেরিয়ে যুগে যুগে ছড়িয়ে পড়েছে। তারা খেলাধুলার মঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে কিংবদন্তির উচ্চতায়। সেসব নামের মধ্যে সাকিব আল হাসানের পরিচয় আলাদা ও অম্লান।  ক্রিকেটের তিন ফরম্যাটে ১৪৭৩০ রান, ৭১২ উইকেটের এক অপরিমেয় সংগ্রহ যা শুধু পরিসংখ্যান নয়, গোটা দুনিয়ার ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এক গভীর আবেগের ছাপ। 

মাঠে যখনই সাকিবের নাম উচ্চারিত হয়, গ্যালারির প্রতিটি কোণায় উঠে আসে এক অসীম ভালোবাসার ঢেউ। অথচ সম্প্রতি ক্রিকেট স্টেডিয়ামে তাঁর ছবি বা প্ল্যাকার্ড নিয়ে প্রবেশে এসেছে নিষেধাজ্ঞা। তবে ভক্তদের ভালোবাসা থামানো কি এতই সহজ?

ভালোবাসা দেয়াল মানে না, নিয়মের বেড়া মানে না। তাই ক্রিকেট মাঠ থেকে সরিয়ে দিলেও সেই আবেগ পৌঁছে গেছে সবুজ গালিচার অন্য মাঠে। মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী লিমিটেড মুখোমুখি হয় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের। গ্যালারি ভর্তি ফুটবলপ্রেমীদের ভিড়ে দেখা গেল অন্য রকম এক দৃশ্য। ভক্তদের হাতে প্ল্যাকার্ডে লেখা, “সাকিব বাংলাদেশ ক্রিকেটের প্রতিশব্দ”।

এ দৃশ্য প্রমাণ করে, সাকিবভক্তদের ভালোবাসা শুধু ক্রিকেট মাঠে সীমাবদ্ধ নয়। যেখানেই খেলাধুলা, সেখানেই দেখা মিলছে নাম্বার সেভেন্টি ফাইভের প্রতি সেই অটুট অনুরাগের। খেলাধুলার ধরন বদলালেও সাকিব আল হাসানই রয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল তারকা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three