Image

বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা তিন জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা তিন জয়

বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা তিন জয়

বরিশালকে পাত্তা না দিয়ে রংপুরের টানা তিন জয়

ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে বরিশাল করে ১২৪ রান। জবাবে ৫ ওভার  হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে নুরুল হাসান সোহানের দল।

বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আগের দিনের মত ব্যর্থ হয়ে মাত্র ৯ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের আরেক ব্যাটার তাওহীদ হৃদয় আউট হন মাত্র ৪ রানে।

তারপরেই নাহিদ রানার পেসে উড়ে যায় তামিম ইকবালের উইকেট। ৫ টি চার ও ১ টি ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন তামিম। কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম ও ইনিংস বড় করে পারেননি। দুজন ই ফেরেন যথাক্রমে ১৩ ও ১৫ রানে। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। শেষ দিকে মোহাম্মদ নাবীর ১৯ বলে ২১ রানে ১২৪ রান করতে পারে বরিশাল। তবে বরিশালের ব্যাটাররা অলআউট হয় ইনিংস শেষ হওয়ার ১০ বল আগেই।

রংপুর রাইডার্সের হয়ে ৩ টি উইকেট নেন খুশদিল শাহ। ২ টি করে উইকেট নেন নাহিদ রানা ও ইফতেখার আহমেদ। 

১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইকবাল হোসেন ইমনের জোড়া আঘাতে আজিজুল হাকিম তামিম ও তাওফিক খান দুজনেই শূন্য রানে আউট হলে প্রাথমিকভাবে চাপে পড়ে রংপুর। তবে তৃতীয় উইকেটে ৮১ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেন এলেক্স হেলস এবং সাইফ হাসান।

মাত্র ১৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রংপুর। হেলস অপরাজিত থাকেন ৪১ বলে ৪৯ রানে। সাইফ অপরাজিত থাকেন ৪৬ বলে ৬২ রানে। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ৩ টি ৬ এর মার। ম্যাচ সেরা হন সাইফ হাসান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three