Image

বিপিএল ফাইনালে টস জিতলেন তামিম ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ফাইনালে টস জিতলেন তামিম ইকবাল

বিপিএল ফাইনালে টস জিতলেন তামিম ইকবাল

বিপিএল ফাইনালে টস জিতলেন তামিম ইকবাল

ফরচুন বরিশাল-চিটাগং কিংস; বিপিএল ফাইনালে আজ শুক্রবার তাদের শিরোপার লড়াই। টস জিতলেন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল, চিটাগং কিংসকে পাঠালেন আগে ব্যাটিংয়ে।

কেবল ফাইনাল মাতাতে উড়ে এসেও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম নেই ফাইনালে। সেরা একাদশে টিকে গেছেন মোহাম্মদ নবী। কোয়ালিফায়ারে খেলা টিম কম্বিনেশন ভাঙেনি ফরচুন বরিশাল। 

চিটাগং কিংসের একাদশে ফিরলেন নাইম ইসলাম। দলকে ফাইনালে আনার নায়ক আলিস আল ইসলাম পায়ের চোটের কারণে সেরা একাদশের বাইরে।

টানা দুই শিরোপা জয়ে চোখ রাখছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে আসা বরিশাল শিরোপার মঞ্চেও পাচ্ছে একই প্রতিপক্ষকে। ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালে চিটাগং কিংস। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি। 

চিটাগং কিংস একাদশ- 

খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাইম ইসলাম, হোসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three