Image

১০৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই, ১১ ওভারের আগেই ম্যাচ জিতল কোলকাতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১০৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই, ১১ ওভারের আগেই ম্যাচ জিতল কোলকাতা

১০৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই, ১১ ওভারের আগেই ম্যাচ জিতল কোলকাতা

১০৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই, ১১ ওভারের আগেই ম্যাচ জিতল কোলকাতা

গতরাতে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। আবার ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে চেন্নাই, ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান করতে পারে কেবল ১০৩। সহজ টার্গেট ৯.৫ ওভার বাকি থাকতে টপকায় কেকেআর। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতেও সুনীল নারাইন ছিলেন দুর্দান্ত। 

চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে আজিঙ্ক রাহানেরা উঠে এলেন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। চিপকে ঘরের মাঠে সবচেয়ে কম রানে আউট হয় মহেন্দ্র সিং ধোনির দল। সব মিলিয়ে আইপিএলে দ্বিতীয় সর্বনিম্ন রান চেন্নাইয়ের। পুরো ইনিংসে মাত্র নয়টি বাউন্ডারি মেরেছে সিএসকে। ২৯ বলে অপরাজিত ৩১ করে সর্বোচ্চ রান শিবাম দুবের।

মহেন্দ্র সিং ধোনির টস হারের পর কেকেআরের বোলিংয়ের সামনে ধসে যায় চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। বলার মতো কেউই খেলতে পারেননি। একটা সময় ৭৯ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। সেখান থেকে অংশুল কম্বোজ এবং শিবম দুবের শেষ বেলায় লড়াইয়ের কারণে ১০৩ রানে পৌঁছয় তারা। এদিন ৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সুনীল নারাইন। 

এরপর ব্যাট হাতে শো দেখান নারাইন। ২৪৪.৪৪ স্ট্রাইকরেটে রান করেছেন ৪৪। ৫ ছক্কা ও ২ চারে সাজান এই অতিমানবীয় ইনিংস। যেখানে চেন্নাই পাওয়ারপ্লে-তে দুই উইকেট হারিয়ে ৩১ রান করেছিল, সেখানে কোলকাতা প্রথম ছয় ওভারে ৭১ রান করল। কেকেআরের দুই ওপেনার সুনীল নারাইন আর কুইন্টন ডি’ককের ব্যাটেই পরাজয় নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়ের। 

ডি কক ১৬ বলে ২৩, সুনীল নারাইন ১৮ বলে ৪৪ রানের ক্যামিও খেলে ফিরলে ১০.১ ওভারে রান তাড়া করে নেন অধিনায়ক আজিঙ্কা রাহানে আর চারে নামা রিংকু সিং। নাইট রাইডার্সের কাছে অসহায় আত্মসমর্পণ করল ধোনির দল। এতো খারাপ ভাবে আইপিএলে এর আগে হারেননি ধোনিরা। তা-ও আবার ঘরের মাঠে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three