Image

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে হ্যারি ব্রুককে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু নিলামে দল পাওয়ার পরেও নাম সরিয়ে নেন নেন ব্রুক। সেই কারণেই শাস্তি পেতে হল ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারকে। হ্যারি ব্রুককে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। 

পর পর দুই আসরে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। দুই আসর থেকে নাম সরিয়ে বিসিসিআইয়ের নতুন নিয়মে শাস্তি পেলেন এই তারকা ব্যাটার।

আইপিএলের ইতিহাসে ব্রুকই প্রথম ক্রিকেটার, যিনি দু’বছরের জন্য নিষিদ্ধ হলেন। বিসিসিআই সূত্রে জানা গেছে, নিষিদ্ধের বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ব্রুক; দুই পক্ষকেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই আগামী দু’বছর আইপিএল নিলামে নাম লেখাতে পারবেন না ব্রুক। তিনবছর পর মেগা অকশনে ফের দেখা যাবে তাঁকে।

২০২৩ সালের মিনি নিলামে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১১টি ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন। তাকে ছেড়ে দিয়েছিল হায়দ্রাবাদ। এরপর ৪ কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি। গত বছর আইপিএলের ঠিক আগে ব্রুক জানান, পারিবারিক কারণে খেলতে পারবেন না তিনি। 

এবার নিলামে নিলামে ৬ কোটি ২৫ লাখ টাকায় ব্রুককে কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এবারও ব্রুক জানিয়ে দেন যে খেলতে পারবেন না তিনি। ব্রুক অবশ্য দিল্লি ক্যাপিটালস দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three