ওয়ানডের ১ নম্বর ব্যাটার শুবমান গিল

ওয়ানডের ১ নম্বর ব্যাটার শুবমান গিল
ওয়ানডের ১ নম্বর ব্যাটার শুবমান গিল
ভারতের তারকা ব্যাটার শুবমান গিল এবং শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার মাহিশ থিকশানা আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। বুধবার আইসিসির প্রকাশিত নতুন র্যাংকিং অনুযায়ী, গিল ব্যাটারদের তালিকায় এবং থিকশানা বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন।
শুবমান গিল ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের বাবর আজমকে (৭৭৩ পয়েন্ট) পেছনে ফেলেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন গিল। যেখানে তিনি ৮৭, ৬০ এবং ১১২ রান করেন। সিরিজে সর্বোচ্চ ২৫৯ রান সংগ্রহ করে তার গড় দাঁড়ায় ৮৬.৩৩, যা তাকে তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলো গিল। এর আগে তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় শীর্ষে উঠেছিলেন।
অন্যদিকে, শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন, পিছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে (৬৬৯ পয়েন্ট)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ৪/৪০ এবং ০/১১ পরিসংখ্যান গড়ে দুর্দান্ত বোলিং করেন থিকশানা। যদিও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবুও তার পারফরম্যান্স তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।
বোলারদের তালিকায় থিকশানা ও রশিদ খানের পর তৃতীয় স্থানে রয়েছেন নামিবিয়ার বার্নার্ড শোল্টজ, চতুর্থ স্থানে ভারতের কুলদীপ যাদব এবং পঞ্চম স্থানে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বড় সাফল্য পেয়েছেন। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করে তিনি পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।