ডিপিএলে আজ আবাহনী, মোহামেডানের দাপুটে জয়

ডিপিএলে আজ আবাহনী, মোহামেডানের দাপুটে জয়
ডিপিএলে আজ আবাহনী, মোহামেডানের দাপুটে জয়
ডিপিএলে আজ দাপুটে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। পারর্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পারর্টেক্স স্পোর্টিং ক্লাব। মাহফুজুর রাব্বির বোলিং আক্রমণে শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১০ রানে রবিউল ইসলাম রাব্বি আউট হওয়ার পর ৬৫ রানে সাব্বির রহমান রোমানকে ফেরান রাকিবুল হাসান। সাব্বির খেলেন ২৩ রানের ইনিংস।
এরপর তাসের ঘরের মত ভেঙে পরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটিংলাইনআপ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ। একে একে রুবেল মিয়া, আলাউদ্দিন বাবু, জয়রাজ শেখ, তানভির হোসেন ও মোহোর শেখকে আউট করে ফাইফার পান মাহফুজুর রাব্বি। মাত্র ৩৩.১ ওভারে ১০০ রানেই অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব।
১৪.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই রান তাড়া করে ফেলে আবাহনী। জিসান আলম ৬ ও মুমিনুল হক ২ রানে আউট হলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ইমন অপরাজিত থাকেন ৫৫ রানে এবং সৈকত ৩৭ রানে। পারটেক্সর হয়ে ২ টি উইকেট শিকার করেন তানভির হোসেন।
বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে আগে ব্যাট করে মোহামেডানের বিপক্ষে ১৮৭ রানেই অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। ৩২ রান করেন আইচ মোল্লা। মোহামেডানের হয়ে ৪ টি উইকেট পান তাইজুল ইসলাম, ৩ টি পান আবু হায়দার রনি।
জবাব দিতে নেমে ২ রান করে মেহেদী হাসান মিরাজ ফিরে গেলে তামিম ইকবাল এবং মাহিদুল ইসলাম অংকনের হার না মানা জুটি দলকে সহজ জয় এনে দেয়। ব্যাক টু ব্যাক শতকের দেখা পান তামিম ইকবাল। ৯৬ বলে ৯ চার ও ৪ ছয়ে ১০৫ রান করেন তামিম ইকবাল। অংকন করেন ৭৫ রান। মোহামেডান ম্যাচ জিতে নেয় মাত্র ৩২.৫ ওভারে।