Image

উইলিয়ামসের পরিবর্তে করবিন বশকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইলিয়ামসের পরিবর্তে করবিন বশকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

উইলিয়ামসের পরিবর্তে করবিন বশকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

উইলিয়ামসের পরিবর্তে করবিন বশকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লিজাদ উইলিয়ামস চোটের কারণে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যুক্ত করেছে করবিন বশকে।

৩০ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে। এছাড়া ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার।

গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বশকে আনরিখ নরকিয়ার বদলে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে কাজ করেছেন বশ। ২০২২ সালে নাথান কোল্টার-নাইলের বদলি হিসেবে রাজস্থানে যোগ দিয়েছিলেন, তবে এখনো আইপিএলে তার খেলার অভিষেক হয়নি।

মুম্বাই ইন্ডিয়ান্স আশাবাদী যে, বশের অলরাউন্ড দক্ষতা দলকে শক্তিশালী করবে এবং আসন্ন আইপিএল মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three