Image

ইডেনে এসে ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের হারিয়ে দিল আরসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইডেনে এসে ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের হারিয়ে দিল আরসিবি

ইডেনে এসে ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের হারিয়ে দিল আরসিবি

ইডেনে এসে ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের হারিয়ে দিল আরসিবি

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারল কোলকাতা নাইট রাইডার্স। গতবার কোহলি যেখানে আইপিএল শেষ করেছিলেন, এবার সেখান থেকেই শুরু করেছেন। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে ইডেনে জেতালেন। মাত্র ১৬.২ ওভারের মধ্যেই ১৭৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বেঙ্গালুরু। ভিরাট কোহলি ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকলেও ম্যাচসেরার পুরষ্কার জিতলেন ক্রুনাল পান্ডিয়া। 

নতুন আসরের শুরুটা ভাল হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারল তারা। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল কেকেআর। সেই রান তাড়া করতে সমস্যা হল না ভিরাট কোহলিদের। ২২ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় আরসিবির। মুখ থুবড়ে পড়লো গতবারের চ্যাম্পিয়নরা।

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে ১০৭ রান করেছিল কেকেআর। দেখে মনে হচ্ছিল, ২০০-র বেশি রান হবে। কিন্তু শেষ ১০ ওভারে মাত্র ৬৭ রান হল, পড়ল ৭ উইকেট। ১৭৪ রানে শেষ হয়ে গেল কোলকাতার ইনিংস। 

প্রথম ওভারেই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সুনীল নারাইন। রাহানেকে ক্রুণাল ফিরিয়ে ধাক্কা দিতেই তাসের ঘরের মতো ভেঙে যায় কেকেআরের ইনিংস। ২৯ রান দিয়ে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ক্রুনাল পান্ডিয়া।

রান তাড়া করতে নেমে বড় জুটি গড়লেন ভিরাট কোহলি ও ফিল সল্ট। প্রথম বল থেকে ব্যাট চালানো শুরু করেন তারা। কেকেআর যে কাজটা করতে পারেনি সেটাই করলেন বেঙ্গালুরুর দুই ব্যাটার। প্রথম পাওয়ার প্লে-তে উঠল ৮০ রান। ৩৬ বলে ৫৯ করে শেষমেশ অপরাজিতই থাকলেন ভিরাট কোহলি।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিন নম্বরে নেমেছিলেন দেবদূত পাডিক্কাল। ১০ বলে ১০ করে সুনীল নারাইনের শিকার হন তিনি। চারে নেমেছিলেন অধিনায়ক রজত পাতিদার। ২১২.৫০ স্ট্রাইক রেটে ২৬ বলে ৩৪ করেন তিনি। ফিনিশিং টাচটা দিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ৫ বলে ১৫ করে বেঙ্গালুরুকে উদ্বোধনী ম্যাচে জয় উপহার দিলেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three