Image

বাংলাদেশে সিরিজ হারের প্রতিশোধ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে সিরিজ হারের প্রতিশোধ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিল পাকিস্তান

বাংলাদেশে সিরিজ হারের প্রতিশোধ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিল পাকিস্তান

বাংলাদেশে সিরিজ হারের প্রতিশোধ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিল পাকিস্তান

সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের নির্ধারক এই ম্যাচে রোববার রাতে ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েই চ্যাম্পিয়ন হয় সালমান আঘার দল।

সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে জয় পায় পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শেষ বলের নাটকে ২ উইকেটে হেরে গিয়েছিল তারা। তাই রুদ্ধশ্বাস উত্তেজনার জন্ম দিয়ে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন ফারহান-সাইমরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহানের ব্যাটে আসে ১৩৮ রানের জুটি। ফারহান খেলেন ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল পাঁচটি ছয় ও তিনটি চারের মার। সাইম আয়ুব  ৪৯ বলে ৬৬ রান করেন। তিনি মেরেছেন চারটি চার ও দুটি ছয়।

শেষ দিকে পাকিস্তান দ্রুত কয়েকটি উইকেট হারালেও স্কোরবোর্ডে তারা তোলে ১৮৯ রান। হাফ সেঞ্চুরির পর আউট হন ফারহান। সাইম আউট হন ইনিংসের শেষ ওভারে। ১৫ রান করেন হাসান নওয়াজ, ২ রানেই রান আউট হন মোহাম্মদ হারিস।

জবাবে ব্যাট করতে নেমে ১৯০ রানের লক্ষ্যে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ বলেই ৩০ রান তুলে নেয় তারা। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা।

জুয়েল অ্যান্ড্রু ২৪ রানে আউট হন হারিস রউফের বলে, ক্যাচ নেন হাসান আলি। অধিনায়ক শাই হোপ ৭ রানে আউট হন সাইমের হাতে, বলটি ছিল মোহাম্মদ নবীকের।

আলিক অথানাজ লড়াই চালিয়ে যান, করেন ৬০ রান। তবে তাঁকেও থামান সাইম আয়ুব, ক্যাচ নেন খুশদিল শাহ। শেষদিকে চেজ ও আগের ম্যাচের নায়ক জেসন হোল্ডার দ্রুত ফিরে গেলে ম্যাচ একতরফা হয়ে যায়।

শেষ ওভারে শেরফানে রাদারফোর্ড একটি ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করলেও ৫১ রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

১৩ রানে জয় তুলে নিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাহিবজাদা ফারহান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three