এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতও
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা

এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতও
এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতও
২০২৫-২৬ আসরের এলিট আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে বাদ পড়েছে আগের ২ জন আম্পায়ার অন্যদিকে নতুন করে যুক্ত হয়েছে আরো ২ জন আম্পায়ার। এদিকে এলিট আম্পায়ারের তালিকায় দ্বিতীয়বারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
এলিট প্যানেলে নতুন করে যুক্ত হওয়া ২ জন আম্পায়ার হলেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়র্ফ। পালেরকর ছিলেন একজন প্রথম শ্রেণির ক্রিকেটার, যিনি ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তিনি ৪টি টেস্ট, ২৩টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং ৬৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন, এবং ১৭টি নারী আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করেছেন। তিনি ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচে আম্পায়ার ছিলেন।
ওয়ার্ফ ১৬ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ইয়র্কশায়ার, নটিংহামশায়ার এবং গ্ল্যামর্গান হয়ে। তিনি ২০০৪ ও ২০০৫ সালে ইংল্যান্ডের হয়ে ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ৭টি টেস্ট, ৩৩টি ওডিআই এবং ৪৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন, এছাড়াও ২৬টি নারী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। তিনি ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ৩টি, ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫টি এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২টি ম্যাচে আম্পায়ার ছিলেন।
এদিকে ইংল্যান্ডের মাইকেল গফ এবং ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, যারা ২০১৯ সালে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের জায়গা ছেড়ে দিতে হবে নতুন দুই আম্পায়ারের জন্য।
আইসিসি চেয়ার জয় শাহ বলেন, "আমি ২০২৫-২৬ সালের এলিট আম্পায়ার্স প্যানেল ঘোষণা করতে পেরে আনন্দিত।" বাদ পড়া আম্পায়ারদের সম্পর্কে তিনি আরো বলেন, "আমরা জোয়েল এবং মাইকেলকে বিশ্ব ক্রিকেটে তাদের সেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যারা বহু বছর ধরে এই খেলার জন্য অবদান রেখেছেন।"
এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্স (২০২৫-২৬): কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আলাহুদ্দীন পালেরকর (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রিফেল (অস্ট্রেলিয়া), শারফুদৌলা ইবনে শাহিদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।