Image

বিপিএল ফাইনাল: সময় পরিবর্তন, এক ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ফাইনাল: সময় পরিবর্তন, এক ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ

বিপিএল ফাইনাল: সময় পরিবর্তন, এক ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ

বিপিএল ফাইনাল: সময় পরিবর্তন, এক ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ

ফরচুন বরিশাল-চিটাগং কিংস; বিপিএল ফাইনালে শুক্রবার তাদের শিরোপার লড়াই। পূর্বে প্রকাশিত বিপিএল সূচিতে ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এবার পরিবর্তন করে শুরুর সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা। 

৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামছে কাল ৭ ফেব্রুয়ারি।  ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা—৪৫ ম্যাচের বিপিএল এখন কেবল ফাইনালের অপেক্ষায়। মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত জমজমাট ফাইনাল আয়োজনের। 

আগের সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ হঠাৎ করেই বিসিবির পক্ষ থেকে জানানো হয় ফাইনাল ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে এক ঘণ্টা। অর্থাৎ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর দুই দলের ক্যাপ্টেন টস করবেন সাড়ে ৫টায়। 

টানা দুই শিরোপা জয়ে চোখ রাখছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে আসা বরিশাল শিরোপার মঞ্চেও পাচ্ছে একই প্রতিপক্ষকে। ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালে চিটাগং কিংস। 

ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জিমি নিশাম, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি। 

চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ- 

খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হোসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three