Image

দ্য ওভালে টেস্ট অভিষেক হচ্ছে আর্শদ্বীপ সিংয়ের!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দ্য ওভালে টেস্ট অভিষেক হচ্ছে আর্শদ্বীপ সিংয়ের!

দ্য ওভালে টেস্ট অভিষেক হচ্ছে আর্শদ্বীপ সিংয়ের!

দ্য ওভালে টেস্ট অভিষেক হচ্ছে আর্শদ্বীপ সিংয়ের!

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ এ পিছিয়ে আছে সফরকারী ভারত। সিরিজে সমতা আনতে পঞ্চম ও শেষ ম্যাচে জিততেই হবে ভারতকে। দ্য ওভালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে পেসার আর্শদ্বীপ সিংয়ের। 

হাতের চোটে মাঠের বাইরে থাকা আর্শদ্বীপ সিং আজ (২৯ জুলাই) নেট সেশনে বোলিং করেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে শেষ দুই টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় ছিলেন আর্শদ্বীপ। তবে ইনজুরির জেরে ম্যানচেস্টারে তাঁর সার্ভিস নিতে পারেনি ভারত। 

শেষ টেস্টে ধারণা করা হচ্ছে মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে খেলবেন আর্শদ্বীপ। যদিও জাসপ্রীত বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বিবেচনায়। 

২৫ বছর বয়সী আর্শদ্বীপ সিং ভারতের হয়ে ৬৩ টি-টোয়েন্টি ও ৯ ওয়ানডে খেলেছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। রোহিত শর্মা, ভিরাট কোহলিদের বিদায়ী টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৪ রান হজম করেছিলেন। 

বৃহষ্পতিবার দ্য ওভালে ভারত ও ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে একে অপরের মুখোমুখি হবে।    

Details Bottom
Details ad One
Details Two
Details Three