আইসিসি র্যাংকিংয়ে তামিমের বড় লাফ, উন্নতি হয়েছে লিটন দাসেরও
- 1
পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

আইসিসি র্যাংকিংয়ে তামিমের বড় লাফ, উন্নতি হয়েছে লিটন দাসেরও
আইসিসি র্যাংকিংয়ে তামিমের বড় লাফ, উন্নতি হয়েছে লিটন দাসেরও
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের বড় লাফ। তামিমের সাথে উন্নতি করেছেন জাকের আলি অনিক, অধিনায়ক লিটন দাসও। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের।
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারলেও ব্যাটে আলো ছড়িয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। পারফর্ম্যান্সের ছাপ পড়েছে র্যাংকিংয়েও। গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে আইসিসি থেকে সুখবর পেলেন তামিম-লিটনরা।
সেই ইনিংসের সুবাদে তানিজদ হাসান তামিম টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠে এসেছেন। সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ১০ রানেই আউট হয়ে যান তামিম। পরের ম্যাচে ৩৩ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আইসিসি র্যাংকিংয়ে সেরা একশতে জায়গা করে নিলেন।
উন্নতি করেছেন লিটন দাস, জাকের আলি অনিক ও তাওহীদ হৃদয়েরও। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১১ ও ৪০ রান করা লিটন এক ধাপ এগিয়ে এখন আছেন ৪৯ নম্বরে। প্রথম দুই ম্যাচে ১৩ ও ১৮ রান করা জাকের আলি এগিয়েছেন ছয় ধাপ, ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৮২ নম্বরে। এটিই টি-টোয়েন্টিতে জাকেরের ক্যারিয়ার সেরা রেটিং। হৃদয়ও এক ধাপ এগিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৩০ নম্বরে উঠে এসেছেন।
বোলারদের তালিকায় উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে দুই উইকেট নেয়া মুস্তাফিজ এক ধাপ এগিয়ে এগিয়ে ২৫তম স্থানে। দুই ম্যাচে তিন উইকেট নেয়া তানজিম এখন ৪০ নম্বরে, তিনি এগোলেন মুস্তাফিজের মতো এক ধাপ। শরিফুল ইসলাম দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে ৭৭ থেকে ৭৬ নম্বরে উঠে এসেছেন।