Image

ভারতে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 মাস আগেআপডেট: 12 ঘন্টা আগে
ভারতে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ভারতে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ভারতে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

সিরিজ বাঁচানোর ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭১ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান। ৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ জেতায় এখনো ২-১ এ এগিয়ে ভারত।

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। মাত্র ৫ রান করে ফিল সল্ট ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে বেন ডাকেট ও জস বাটলার। ২৪ রানে বাটলার ফেরার পর ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান বেন ডাকেট ও। তার ইনিংসে ছিলো ৭ টি চার ও ২ টি ছয়ের মার 

বরুণ চক্রবর্তীর বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। এক প্রান্ত আগলে রাখেন লিয়াম লিভিংস্টোন। অপর প্রান্তে তাকে কেউ ই সঙ্গ দিতে পারেননি, চলেছে যাওয়া আসার মিছিল। ৫ টি ছয় ও ১ টি চারে ২৪ বলে ৪৩ রানে বিদায় নেন তিনি। নির্ধারিত ওভারে ইংলিশদের সংগ্রহ দাড়ায় ১৭১ রান। 

ভারতের পক্ষে ২৪ রানে ৫ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৩ রানে ফিরে যান ওপেনার সাঞ্জু স্যামসন। ২৪ রান করে আউট হন আরেক ওপেনার অভিষেক শর্মা। সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা কেউ ইনিংস বড় করতে পারেননি। তারা আউট হন যথাক্রমে ১৪ ও ১৮ রান করে। ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।

তারপর দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। আক্সার প্যাটেলের সঙ্গে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩১ বলে ৩৮ রান যোগ করেন। জোফরা আর্চারের বলে ১৫ রানে প্যাটেল আউট হলে ভাঙে এই জুটি। তারপর ক্রিজে এসে কেউ সেট হতে পারেনি। ধারাবাহিক আউট ও স্লো ব্যাটিংয়ে লক্ষ্য থেকে সব সময় ই পিছিয়ে ছিলো ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪৫ এই থামতে হয় ভারতকে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া।

ইংল্যান্ডের হয়ে ৩ টি উইকেট পান জেমি ওভারটন। ২ টি করে উইকেট শিকার করেন জোফরা আর্চার ও ব্রাইডন কার্স। ফাইফার নিয়ে ম্যাচ সেরা হন ভারতের বরুণ চক্রবর্তী।

Details Bottom