র্যাংকিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে হাসান-নাহিদ
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

র্যাংকিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে হাসান-নাহিদ
র্যাংকিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে হাসান-নাহিদ
রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে স্বাগতিকদের ৬ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জয়ের ইতিহাস গড়ে টাইগাররা। এই জয়ে অবদান রাখা দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা টেস্ট বোলারদের র্যাংকিংয়ে দিয়েছেন বড় লাফ। বল হাতে দ্বিতীয় টেস্টে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন, অবস্থান করছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। পাকিস্তান সফরে বল হাতেও ব্যর্থ হওয়া সাকিব আল হাসান পিছিয়েছেন এক ধাপ।
আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট বোলিং র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে পেসার হাসান মাহমুদ এখন ৫৭তম স্থানে, তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৩৬৭। এটিই হাসানের ক্যারিয়ার সেরা র্যাংকিং। বাংলাদেশের জয়ের পেছনে বড় ভূমিকা রাখা আরেক পেসার নাহিদ রানাও অবস্থান করছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। ২২৫ রেটিং পয়েন্ট পাওয়া নাহিদ ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৯৭ নম্বরে উঠেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করা এই স্পিনার বোলারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠেছেন। আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদও। ১১ ধাপ এগিয়ে তাসকিন এখন ৮৫ নম্বরে। তাসকিনের রেটিং পয়েন্ট ২৬৪, এটিই তাঁর ক্যারিয়ার সেরা।
ব্যাটিংয়ের মতো বোলিং র্যাংকিংয়েও সাকিব আল হাসানের অবনতি। ৫৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে যাওয়া সাকিব এখন ২৯তম। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শরিফুল ইসলামও পিছিয়ে গেছেন, ক্যারিয়ার সেরা র্যাংকিং থেকে ৪ ধাপ নেমে বর্তমানে শরিফুলের স্থান ৬৭ নম্বরে।