Image

‘সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমি নিজের মতো করেই খেলতে চাই’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
‘সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমি নিজের মতো করেই খেলতে চাই’

‘সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমি নিজের মতো করেই খেলতে চাই’

‘সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমি নিজের মতো করেই খেলতে চাই’

বল হাতে ফাইফার এবং ব্যাট হাতে সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজ যেনো পার্ফেক্ট অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে এভাবেই অলরাউন্ডিং পারফরম্যান্স করে তিনি ম্যাচ জিতিয়েছেন দলকে। এক ম্যাচ কম খেলে ২০০ উইকেট আর ২০০০ রানের কীর্তিতে নাম লিখিয়েছেন সাকিবের পাশে। তাই সংবাদসম্মেলনে মিরাজ ই বাংলাদেশের পরবর্তী সাকিব কিনা সেই প্রশ্নটা চলে আসলো।

তবে সাকিবের সাথে তুলনা মানতে নারাজ মিরাজ। তিনি বলেন, "ভাই একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মত করেই খেলতে চাই।"

বিষয়টি আরেকটু পরিস্কার করে মিরাজ আরো বলেন, "দেখেন একটা জিনিস যখন সাকিব ভাই ছিল ভিন্ন রোল ছিল। এখন ভিন্ন রোল। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়ত আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয় এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।"

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্লেসিং মুজারাবানির শট বলে আউট হয়েছিলেন মিরাজ। তারপর সংবাদসম্মেলনে এই নিয়ে প্রশ্নের সম্মুখিন হতে হয়েছিলো তাকে। তবে এবার মুজারাবানির শট বলে ছক্কা মেরেছেন মিরাজ। এই প্রসঙ্গে তিনি বলেন,

"না দেখেন আপনারা এর আগে প্রশ্ন করেছিলেন আমি নাকি বাউন্সারে সমস্যা হয়। আজকে তো ৬ মেরে দিয়েছি। আজকে তো কিছু করতে পারেনি ওরা। আমি আগেও বলেছি বাউন্সারে আমি রানও করেছি। মাঝেমধ্যে হয়ত ভুল হয়ে যায়। বিশ্বের বড় বড় প্লেয়াররাও ভুল করে। যেহেতু সে ওভারটা করেছি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি ভেবেছি ৬ মারব। ৬ মেরেছি।"

সুযোগ নষ্ট না করলে আরো সেঞ্চুরি থাকতো জানিয়ে মিরাজ বলেন, "অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। নাহলে ৪-৫টা থাকতে পারত হয়ত।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three