শেষ বলে গিয়ে ম্যাচ জিতল তাওহীদ হৃদয়ের মোহামেডান

শেষ বলে গিয়ে ম্যাচ জিতল তাওহীদ হৃদয়ের মোহামেডান
শেষ বলে গিয়ে ম্যাচ জিতল তাওহীদ হৃদয়ের মোহামেডান
ডিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে মোহামেডানকে জিতিয়েছেন নাসুম আহমেদ। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মোহামেডান হারিয়েছে ৪ উইকেটে। কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনায় থাকা মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয় এদিন খেলেছেন ৫৪ বলে ৩৭ রানের ইনিংস।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভালো শুরু এনে দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৪৭ রানের উদ্বোধনী দুটি ভাঙেন সাইফুদ্দিন। ১০ চার ও দুই ৬ এ ৮০ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন দলের হয়ে সর্বোচ্চ রান করা মুনিম শাহরিয়ার। ১৬০ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
তাহাজিবুল ইসলামেী ৩২ ও শেখ পারভেজ জীবনের ৩৩ রানে নির্ধারিত ওভারের দুই বল বাকি রেখেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নেন সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। দুটি উইকেট নেন নাবিল সামাদ।
২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রনি তালুকদার করেন ৫৫ রান। অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৬২ বলে ৪৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।
মোহামেডানের জয়ের জন্য শেষ ২২ বলে দরকার ছিল ৩৩ রানের। ক্রিজে তখন সাইফুদ্দিন ও নাসুম আহমেদ। ২ ছয় ও ১ টি চার মেরে শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডানকে জেতান নাসুম। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেে অপরাজিত থাকেন নাসুম। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ৩০ রানে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট ওয়াসী সিদ্দিকি ও শামীম মিয়া।