Image

বেঙ্গালুরুর আক্রমণের মাত্রা কম ছিল, মনে করেন প্রধান কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বেঙ্গালুরুর আক্রমণের মাত্রা কম ছিল, মনে করেন প্রধান কোচ

বেঙ্গালুরুর আক্রমণের মাত্রা কম ছিল, মনে করেন প্রধান কোচ

বেঙ্গালুরুর আক্রমণের মাত্রা কম ছিল, মনে করেন প্রধান কোচ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ৫ ম্যাচের চারটি'তে হারের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবারের মতো ভালো দল সাজিয়ে এমন আশাহত পরাজয় বেঙ্গালুরুর সঙ্গী হয়ে থাকে। শনিবার (৬ এপ্রিল) রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়ে শুরুতে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর ঝুলিতে ঢোকে ১৮৩ রান। যেখানে দলটির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মনে করছেন, আরো কিছু রান কম ছিল তাদের। সাবেক অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটে আসে শতক, ছিলেন শেষপর্যন্ত অপরাজিত। 

বোর্ডে ১৮৩ রান তোলার পরও রান স্বল্পতা স্পষ্ট হয়ে ওঠে বেঙ্গালুরুর৷ রাজস্থান প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যমাত্রা যেভাবে তাড়া করেছে, তাতে মামুলি রানের পেছনে ছুটছে বলে মনে হয়েছে পুরোটা সময়। যেখানে জশ বাটলার ও অধিনায়ক সানজু স্যামসনের ১৪৮ রানের জুটিতে সহজ হয়ে আসে ম্যাচ।

এদিকে প্রথমে ব্যাট করতে নেমে কোহলির ব্যাটে ৬৭ বলে সেঞ্চুরি আসে। এই ব্যাটারের ঝুলিতে এখন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংখ্যাক সেঞ্চুরি, ৮ টি। ইনিংস শেষে অপরাজিত ছিলেন ১১৩ রানে। 

দলীয় কোচ ফ্লাওয়ার বলেন, “আমরা স্ট্রাইক রেট ও আক্রমণ নিয়ে আলোচনা করি। এটা টি-টোয়েন্টি ম্যাচের বোঝাপড়া।”

“আক্রমণের মাত্রা একটা নির্দিষ্ট সীমার উপরে হতে হবে। আপনাকে প্রতিপক্ষের উপর সবসময় প্রভাব বিস্তার করতে হবে। আজকের মতো পিচে, আক্রমণকে বেছে নিতে হবে অবশ্যই। এটা সত্য যে ভিরাট ছাড়া আমাদের শীর্ষ ৫ জনের কেউ নিজেকে রাঙাতে পারেনি। এটা কঠিন এক জায়গা। এটা পরিশ্রমের অভাব না, তারা কঠোর পরিশ্রম করেছে। তাদের যা আছে, সবই খরচ করেছে। শুধু ঠিক সময়ে তা কাজ করেনি।”

কোহলি যে সেঞ্চুরি করেছেন, তা যৌথভাবে আইপিএলের ধীরগতির সেঞ্চুরি হিসেবে স্থান পেয়েছে। বাকি ব্যাটারদের থেকেও আরো কিছু রান আশা করতে পারত বেঙ্গালুরুর। যেখানে ওপেনিংয়ে কোহলির সাথে ৪৪ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। গ্লেন ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহান করেছেন যথাক্রমে ১ ও ৯ রান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three