ভারতের বিপক্ষে যে দুই পরিবর্তন চান আশরাফুল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 18 মিনিট আগে
ভারতের বিপক্ষে যে দুই পরিবর্তন চান আশরাফুল
ভারতের বিপক্ষে যে দুই পরিবর্তন চান আশরাফুল
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই জয়ের পর এখন সবার চোখ ভারতের বিপক্ষে ম্যাচে। আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে সাকিব-মুশফিক-লিটনরা। টাইগাররা কি পারবে আরেকটি বড় চমক দিতে?
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও একই বিশ্বাস রাখেন। তাঁর মতে, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। সোমবার গণমাধ্যমে আশরাফুল বলেন, "ভারতের সাথে কিন্তু আমরা তাদের মাঠে টি-টোয়েন্টি জিতেছিলাম। ম্যাচের ওই দিনটা যদি আমাদের হয়, আমাদের যদি সবাই তাদের সবকিছু ও সেরাটা দিতে পারে, তাহলে ভারতকেও হারানো সম্ভব।"
ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে ওমানের খেলা আশরাফুলকে অনুপ্রাণিত করেছে। ভারতের শক্তিশালী বোলিংয়ের সামনে ওমানের সাহসী ব্যাটিং তাঁর কাছে আশার আলো দেখিয়েছে। তিনি বলেন, "যখন সুপার ফোরে গেল এবং সুপার ফোরের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ভারতের ম্যাচটাতে দেখে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে, তাহলে আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে।"
ভারতের বিপক্ষে একাদশে ২ টি পরিবর্তন হতে পারে। ফিরতে পারেন রিশাদ ও সাকিব, "আমার কাছে মনেহয় ভারতের বিপক্ষে হয়তো আমরা রিশাদকে নিয়ে আসতে পারি তার লেগ স্পিনের কথা চিন্ত করে। যেহেতু ভারতের সব গুলো ব্যাটসম্যান ই খুব এগ্রেসিভ। তাদের বিরুদ্ধে যদি আপনি একজন রিস্ট স্পিনার নিয়ে আসেন তার সম্ভবনা থাকে ভালো কিছু করার। আরেকটা জায়গায় হয়তো তানজিম সাকিবকে নিয়ে আসতে পারে। এই দুইটা চেঞ্জ হতে পারে।"
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়েও আশাবাদী তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্সে বিশেষ করে বোলারদের প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। তাঁর ভাষায়, "শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মুস্তাফিজ, শেখ মেহেদী অসাধারণ বল করেছেন। তাসকিনও ভালো বল করেছেন। শরিফুল যদিও খরুচে ছিল কিন্তু ভালো করেছেন।"।"
বাংলাদেশ দল এরই মধ্যে দেখিয়েছে, চাপের ম্যাচে তারা সেরাটা দিতে পারে। এবার সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা। ভারতের বিপক্ষে জয়ের পথ কতটা কঠিন হবে, তা নিয়েই চলছে আলোচনা। তবে আশরাফুলের মতো অনেকেই বিশ্বাস করেন দিনটি যদি বাংলাদেশের হয়, তবে টাইগাররাও পারে ভারতকে হারাতে।