২ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

২ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

২ পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। ব্যাটিংটা ঠিক দাপুটে না হলেও শুরুর দুই ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামে আজ (৭ মে) সিরিজ জয় নিশ্চিত করার মিশন টাইগারদের সামনে। 

প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ের সুখস্মৃতি সঙ্গী করে তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হবে টাইগাররা এই ম্যাচ জিতলেই। 

আগের দুই ম্যাচে বাংলাদেশ টসে জিতলেও আজ জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা টসে জিতেছেন, নিয়েছেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত। দুই দলেই এসেছে ২ টি করে পরিবর্তন। 

ওয়েলিংটন মাসাকাদজা একাদশে ফিরেছেন, বাদ পড়েছেন অ্যান্সলে লোভু। রিচার্ড এনগারাভা বাদ পড়েছেন, একাদশে সুযোগ পেয়েছেন ফারাজ আকরাম। 

বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন এসেছে। বিশ্রাম পেয়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। 

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ-

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ব্লেসিং মুজারাবানি, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, জোনাথন ক্যাম্পবেল ও তাদিওয়ানাশে মারুমানি।