চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 5 সেকেন্ড আগে
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার ও নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর।

বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ। একই সঙ্গে দলে জায়গা পাননি ম্যাথিউ শর্ট।

তবে স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন বেন ডোয়ারশুইস ও ম্যাথিউ রেনশ। ডোয়ারশুইসকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, প্যাট কামিন্সের চোটের কারণে বামহাতি এই পেসার প্রস্তুত বিকল্প হিসেবে দলে এসেছেন। তাঁর ভাষায়,
ডোয়ারশুইস ভালো গতিতে বল সুইং করাতে পারেন, সঙ্গে রয়েছে কার্যকর বৈচিত্র্য, দারুণ ফিল্ডিং এবং শেষ দিকে ব্যাটিংয়ের সক্ষমতা যা প্রত্যাশিত কন্ডিশনে দলের জন্য উপযোগী হবে।

ম্যাথিউ রেনশ প্রসঙ্গে ডোডেমেইড বলেন, সাম্প্রতিক সময়ে সব সংস্করণেই তিনি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলিয়া দল, কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের হয়ে। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে স্পিন সহায়ক উইকেট প্রত্যাশিত হওয়ায় মিডল অর্ডারে অতিরিক্ত ভরসা হিসেবে রেনশকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি টিম ডেভিড টুর্নামেন্টের শুরুর দিকে তাঁর রিটার্ন টু প্লে প্রোগ্রাম সম্পন্ন করবেন।

টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া। একই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে ১১ ফেব্রুয়ারি, কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।