লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা

লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা

লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের এক অনন্য স্মারক প্রকাশনা জায়গা করে নিল ক্রিকেটের পবিত্রতম ঠিকানা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক গ্রন্থ এবং ক্রিকেট স্মারকসংগ্রাহক জুনায়েদ পাইকারের সংকলন ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বইটি ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে এমসিসি লাইব্রেরিতে যুক্ত করা হয়। এদিন বইটি লেখকের পক্ষ থেকে এমসিসির আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিসের হাতে হস্তান্তর করেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ইউকের সভাপতি আব্দুস সালাম।

‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ বইটিতে স্থান পেয়েছে জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা বাংলাদেশের ৫০টি টেস্ট ম্যাচের মূল টিকিট। ঐতিহাসিক ম্যাচ টিকিটকে কেন্দ্র করে বইটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার একটি ব্যতিক্রমধর্মী ভিজ্যুয়াল ও আর্কাইভভিত্তিক দলিল হিসেবে নির্মিত হয়েছে।

বইটি এমসিসি লাইব্রেরিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যালান রিস বলেন, “মেমোরেবল ম্যাচ টিকেটস অত্যন্ত যত্নসহকারে প্রণীত একটি বই, যা আমাদের লর্ডসের টিকিট সংগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “ম্যাচ টিকিটের ভিজ্যুয়াল ইতিহাস নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। এই বইটি পাঠকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট স্মারকসংগ্রাহক জুনায়েদ পাইকার এই অর্জনকে আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “লর্ডসের এমসিসি লাইব্রেরিতে মেমোরেবল ম্যাচ টিকেটস অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের ও গর্বের বিষয়। এটি সেই সব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সম্মান, যারা এই ঐতিহাসিক ম্যাচগুলোর সাক্ষী।”

বইটির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ ১০ নভেম্বর ২০০০ থেকে। এতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তুলে ধরা হয়েছে। ২০ হাজারের বেশি ক্রিকেটবিষয়ক বইয়ের সংগ্রহশালায় এই প্রকাশনার অন্তর্ভুক্তি গবেষক, ইতিহাসবিদ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।