অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি–টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। শনিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৯০ রানে হারিয়ে সিরিজে অপ্রতিরোধ্য লিড নেয় সফরকারীরা। সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি পাকিস্তানের প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয়। সর্বশেষ ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে সরফরাজ আহমেদের নেতৃত্বে সিরিজ জিতেছিল দলটি।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটাররা। ১৫.৪ ওভারে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ম্যাচের শেষ মুহূর্তে প্রতীকী দৃশ্য তৈরি হয়, যখন অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার ম্যাথিউ কুনেমান উসমান তারিকের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন। সহজ ক্যাচটি লুফে নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।

এই ম্যাচে পাকিস্তানের স্পিনাররা ইতিহাস গড়েন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানের স্পিন আক্রমণই প্রতিপক্ষের সব ১০টি উইকেট শিকার করে। লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান তিনটি করে উইকেট নেন। উসমান তারিক শিকার করেন দুটি উইকেট, আর মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুব নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৫ উইকেটে ১৯৮ রান। শুরুতেই সাহিবজাদা ফারহান ফিরলেও অধিনায়ক সালমান আলী আগা আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন। সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে মাত্র ২১ বলে ৫০ রানের জুটি গড়েন তিনি। আইয়ুব ১১ বলে ২৩ রান করেন। এরপরও আগ্রাসন ধরে রেখে সালমান ৪০ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল আটটি চার ও চারটি ছক্কা।

১৩তম ওভারে সালমান আউট হলেও শেষদিকে উসমান খান (৩৬ বলে ৫৩) ও শাদাব খান (২০ বলে অপরাজিত ২৮) দ্রুত রান তুলে পাকিস্তানের সংগ্রহ ১৯৮ এ নিয়ে যান।

অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতেই ধাক্কা আসে। ২২ রানের উদ্বোধনী জুটির পর পরপর বলে আউট হন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ক্যামেরন গ্রিন ৩৫ ও ম্যাথিউ শর্ট ২৭ রান করে কিছুটা লড়াই করলেও পাকিস্তানের স্পিন জালে আটকে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

এর আগে প্রথম ম্যাচেও ২২ রানে জয় পেয়েছিল পাকিস্তান। ফলে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল সালমান আলী আগার দল।