মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে বদল
- 
                        
                            1
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            2
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে বদল
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে বদল
মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটার বিষ্ণু ভিনোদ ছিটকে গেছেন চলতি মৌসুম থেকে। হাতের চোটে পড়ে আইপিএল খেলা হচ্ছে না এই ব্যাটারের। ভিনোদের বদলে সৌরাষ্ট্রের উইকেটরক্ষক ও ব্যাটার হারভিক দেশাই'কে দলে ভিড়িয়েছে মুম্বাই।
দেশাই ঘরোয়ার ৩ সংস্করণে দারুণ পারফর্ম করেছেন। তিনি ২০১৮ সালের যুব বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অংশ ছিলেন। যে দলে শুবমান গিল, প্রিথবি শ, রিয়ান পরাগ, আর্শদ্বীপ সিং, অভিষেক শর্মারা খেলেছেন। 
মুম্বাই এক বিবৃতি দিয়ে জানায়, “বিষ্ণু ভিনোদ তার তার বাঁ হাতে চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তার দ্রুত সুস্থতা কামনা করছে।”
গত বছর মুম্বাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৩৭ রান সংগ্রহ করেন ভিনোদ। যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩০ রান। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। 
দেশাই অন্যদিকে সৌরাষ্ট্রের ধারাবাহিক পারফর্মার। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে শুরু করে যেকোনো সংস্করণের ক্রিকেটে উজ্জ্বল তিনি। বয়সটা ২৪ বছর, আইপিএলে ভালো করার চেষ্টা এবার করবেন সুযোগ যদি হাতে আসে। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
