ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার

ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার

ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ভারত। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নিয়েছে তারা। শুধু মাঠের জয় নয়, পুরস্কার অর্থের দিক থেকেও এই আসর রেকর্ড গড়ে গেছে ইতিহাসের পাতায়।

সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে মোট পুরস্কার নির্ধারণ করা হয়েছিল ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় এই অঙ্ক চারগুণ বেশি, এমনকি ২০২৩ সালের পুরুষদের আসরের পুরস্কারের (১০ মিলিয়ন ডলার) চেয়েও বেশি।

চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দল পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। তুলনামূলকভাবে, ২০২২ সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। অর্থাৎ, এবার পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ যা নারী ক্রিকেটে নতুন এক যুগের সূচনা বলে মনে করছেন অনেকে।